দেশ লিড নিউজ

Narendra Modi Nomination: বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিলেন মোদী

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য স্থির করে মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদি। সোমবার থেকেই বারাণসীতে সাজো সাজো রব। এদিন বিকেলেই বারাণসীতে পৌঁছন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রায় ৬ কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার করেন তিনি। রোড শো করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন মোদি। তাঁকে দেখতে বিপুল মানুষের ভিড় উপচে পড়ে। তারপর মঙ্গলবার সকাল থেকে মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু করেন মোদি।

এদিন সকালে দশাশ্বমেধ ঘাটে এবং কালভৈরব মন্দিরে পুজো দিয়ে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সকাল পৌনে এগারোটা নাগাদ শুরু হয় এই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপি ও এনডিএর একঝাঁক নেতা। এরপর কাঁটায় কাঁটায় সকাল ১১টা ৪০ মিনিটে মনোনয়নপত্র জমা দিতে বারাণসী জেলাশাসকের দফতরে পৌঁছন নরেন্দ্র মোদি।

তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও যোগী আদিত্যনাথ, বিহারের নীতীশ কুমার, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, রাজস্থানের ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা,গোয়ার প্রমোদ সাওয়ান্ত, সিকিমের প্রেম সিং তামাং এবং ত্রিপুরার মানিক সাহা, হরিয়ানার নয়াব সিং সাইনির মতো মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন।