একুশের নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে মোদী–শাহ ব্রিগেড। হারের জ্বালা লুকোতে বাংলাকে বদনাম করার রাস্তায় হেঁটেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবার মহারাষ্ট্রের ‘চড় কাণ্ডে’ও সেই ছকে এগোল কেন্দ্রের শাসক দল। ওই মামলায় জামিনে মুক্তির পর উদ্ধব থ্যাকারে সরকারকে আক্রমণ করতে গিয়ে অযৌক্তিকভাবে পশ্চিমবঙ্গের নাম টেনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। উদ্দেশ্য একটাই—মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ‘চড় মারব’ মন্তব্যের জেরে গ্রেপ্তার হয়েছিলেন মোদী মন্ত্রিসভার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পমন্ত্রী। তিনি জামিনে মুক্তি পান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, ‘মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না। উদ্ধব থ্যাকারের সরকার এখানে কয়েকদিনের অতিথি মাত্র।’ যা শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্ট ধারণা, যেকোনও মূল্যে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।
রানের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। পরে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন মিললেও বিচারক এস এস পাতিল সাফ জানিয়ে দিলেন, ‘মন্ত্রীর গ্রেপ্তারি ন্যায্য।’ তবে, রানেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে নিম্ন আদালত। ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে রানের জামিন মঞ্জুর করা হয়। মোদী মন্ত্রিসভার সদস্যের অস্বস্তি বাড়িয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠিয়েছে নাসিক পুলিশ। আগামী ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রানেকে।
জামিন পাওয়ার পরেই ট্যুইটারে নারায়ণ রানে লিখেছিলেন, ‘সত্যমেব জয়তে’। আর এদিন সাংবাদিক বৈঠক করে চাঁচাছোলা ভাষায় মহারাষ্ট্রের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমি ভয় পাই না। লড়াই চালিয়ে যাব।’ এরপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে উদ্ধব থ্যাকারের অতীতের মন্তব্য নিয়ে শিবসেনা সুপ্রিমোকে একহাত নেন রানে। যোগীকে ‘জুতোপেটা’ করা উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন উদ্ধব। সে কথা উল্লেখ করে নিজের মন্তব্যে অনড় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীর তীব্র সমালোচনা করে দলীয় মুখপত্র ‘সামনা’য় একটি সম্পাদকীয়ও প্রকাশ করেছে শিবসেনা। সেখানে রানেকে ‘ফুটো বেলুন’ এবং ‘রাস্তার গুন্ডা’র সঙ্গে তুলনা করা হয়। আরও লেখা হয়েছে, এই ধরনের ভাষায় কেউ যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার চার্জ আনা হবে। রানের অপরাধও একই।’