কার্টুনিস্ট নারায়ন দেবনাথের নন্টে ফন্টে এবার বড় পর্দায়। লেখক না থাকলেও তাঁর সৃষ্ট বিখ্যাত চরিত্রদের মধ্য দিয়েই অমর হয়ে আছেন। এবার ছেলেবেলার জনপ্রিয় দুই চরিত্র বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায়।
বেশ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন কার্টুনিস্ট এবং লেখক নারায়ণ দেবনাথ। কিন্তু রয়ে গিয়েছে তাঁর নন্টে ফন্ট। এবার সেই নন্টে ফন্টে নিয়ে বাংলায় প্রথম ফিচার ফিল্ম তৈরি হতে চলেছে। নন্টে ফন্টের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, সোহম বসু রায়চৌধুরী সহ আরও অনেককে।
এই ছবির গল্প এগোবে দুই বারো বছরের ছোড়ার জ্বালায় হিরাগঞ্জ আর মতিগঞ্জের সবাই অতিষ্ট। তাদের তাণ্ডবে সকলেই কম বেশি চোখে সর্ষে ফুল দেখছেন। বাধ্য হয়ে তাদের পরিবারের তরফে ঠিক করা হয় যে তাদের এবার হাতি স্যারের হোস্টেলে দেওয়া হবে। বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী এই দুই মক্কেল এসে হাজির হয় হোস্টেলে। তাদের ঠাঁই হয় একই ঘরে। এখান থেকে শুরু হয়ে যায় এই দুই পুঁচকের লড়াই। মনে করা হচ্ছে বইয়ের পাতার মত বড় পর্দাতেও জীবন্ত হয়ে উঠবে চরিত্রদ্বয়। পাশাপাশি বক্সঅফিসে হিট সিনেমার তকমা পাবে নন্টে ফন্টে।