কলকাতা: নারদ মামলায় আজ ফের হাইকোর্টে শুনানি৷ধৃত ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী ভোটে জিতলেও, আজ কোর্টে জিতে আসতে পারবেন কিনা,সেদিকে তাকিয়ে শাসক দল৷
বৃহস্পতিবার নারদ মামলার শুনানি না হওয়ায়,আজ শুক্রবার হাইকোর্টে ওই মামলার শুনানি হবে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে শুনানি৷৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন নিয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে,তারই পুনর্বিবেচনার শুনানি ।পাশাপাশি সিবিআইয়ের মামলা স্থানান্তরের আর্জিরও শুনানি হওয়ার কথা ডিভিশন বেঞ্চে।
আদালতের ওয়েবসাইটে নোটিশ অনুযায়ী বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ বসেনি। বিশেষ কারণে প্রধান বিচারপতির বেঞ্চও বসছে না বলে জানানো হয়েছিল৷ফলে জেল হেফাজতেই থাকতে হয় চার হেভিওয়েট নেতাকে।
বৃহস্পতিবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আর তার আগেই বাতিল হয়ে যায় শুনানি।নারদ মামলায় রাজ্যের দুই প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মামলা স্থানান্তরের জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে ধার্য ছিল বুধবার। ওইদিনই সোমবার চারজনের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদনেরও শুনানি ছিল।
জেলবন্দি চার নেতা–মন্ত্রী জামিন পাবেন কি না, তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের উপরই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দুটি আবেদনের উপরই একসঙ্গে ভার্চুয়াল শুনানি চলে।বৃহস্পতিবারও জেল হেফাজতেই ছিলেন দুই মন্ত্রী–সহ চারজন।