ব্রেকিং নিউজ

পরবর্তী নারদ শুনানি বুধবার

নারদ মামলায় গ্রেপ্তার চার হেভিওয়েট নেতা সোমবারও স্বস্তি পেলেন না। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়রা জামিন পেলেন না আজও। আরও দু’‌দিন গৃহবন্দি অবস্থাই থাকতে হবে তাঁদের। নারদ মামলার পরবর্তী শুনানি বুধবার। আজকের মতো স্থগিত হল নারদ মামলার শুনানি।
এদিন শুধুমাত্র একটা চিঠির ভিত্তিতে জামিনের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের কথা শোনা হয়নি। ৪০৭ ধারায় কিভাবে জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়া যায়?‌ প্রশ্ন তুলেছেন মন্ত্রী–নেতাদের আইনজীবী অভিষেক মনু সিংভি। প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের সঙ্গে এই বেঞ্চের অন্যান্যরা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হরিশ ট্যান্ডন। এঁদের এজলাসেই জামিন মামলার শুনানি শুরু হয় বেলা ১১টায়। তার মাঝেই মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানায় সিবিআই। কিন্তু তাঁদের সেই আর্জি খারিজ হয়ে যায় আদালতে।
সওয়াল–জবাবের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‌চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে নিম্ন আদালতের নির্দেশনামা আমরা দেখেছি।’‌ সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতাকে বিচারপতি বলেন, ‘‌ফৌজদারি মামলার ৪০৭ নম্বর ধারায় বিস্তৃত ক্ষমতা রয়েছে। তার কাজ নিম্ন আদালতের জামিন খারিজ করা কিনা সেটা নিয়েও বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। আপনারা শুধু সেদিন ঘটনাক্রম ব্যাখ্যা করে আদালতে এসেছিলেন।’‌
শুনানিতে চার নেতার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। তাঁরা জানতে চান. গত সাত বছর ধরে এই মামলা চললেও কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি? হঠাৎ চার্জশিট পেশের দিনই কেন তাদের গ্রেপ্তার করতে হল? তার সঠিক জবাব দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর শুনানিতে মামলার ‘ইস্যু ফ্রেম’ করা হয় বলে খবর। অর্থাৎ কোন কোন বিষয়ে মামলা শুনানি চলবে সে বিষয়ে এদিন সিদ্ধান্ত নেন বিচারপতিরা। বেলা দেড়টায় মধ্যাহ্নভোজের আগে এদিনের শুনানি স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানি বুধবার।