ব্রেকিং নিউজ রাজ্য

Naoda Shoot Out: নওদায় সমবায় সমিতির নির্বাচনে চলল গুলি! নিগৃহীত সাংবাদিক

সামান্য সমবায় ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা। দুষ্কৃতীদের হাতে ঘটল সাংবাদিক নিগ্রহের ঘটনা। সাংবাদিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধেই।

নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতির ভোট হয় বৃহস্পতিবার। কিন্তু সেই সমবায় ভোটেও গুলি চলল! সন্ত্রাসের অভিযোগে উত্তাল পরিস্থিতি।

সমবায়ে মোট আসন ৯ টি। একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে আছে সিপিআই(এম), আরএসপি এবং কংগ্রেসের জোট। ভোট ঘিরে সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট ঘিরে গুলি চলেছে বলে অভিযোগ ওঠে। মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে কার্তুজের খোল। আক্রান্ত হন এক সংবাদিকও। স্থানীয় একটি ওয়েব পোর্টালের সাংবাদিক আফতাবুদ্দিন শেখকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়া বলে অভিযোগ। হাতে গুরুতর চোট পান ওই সাংবাদিক।