দেশ

গুরুদ্বারে মিলল ২০ করোনা আক্রান্তের খোঁজ

এবার মহারাষ্ট্রের নানদেও–এর গুরুদ্বার। যেখানে মিলল বেশ কয়েকজন করোনা আক্রান্ত। শনিবার মহারাষ্ট্রের নানদেও–এর গুরু লঙ্গর সাহিব গুরুদ্বারে ২০ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একসঙ্গে এতজনের শরীরে করোনা সংক্রমণ মেলায় ওই গুরুদ্বারটিকে বন্ধ করে দেয় পুলিশ। এই নিয়ে এখন আতঙ্ক ছড়িয়েছে।
হাসপাতালের চিকিৎসক নিখিল ভিসকর জানান, মোট ৯৭ জনের কোভিড স্যাম্পল নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের কোভিড–১৯ পজিটিভ মিলেছে। আক্রান্তদের এনআরআই ভবন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। ২৫ জনের রিপোর্ট নেগেটিভও হয়েছে। ৪১ জনের রিপোর্ট আসতে এখনও বাকি। সবে মিলিয়ে নানদেওয়ে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয় ২৬। এদের মধ্যে দু’‌জনের মৃত্যু হয়েছে।
এই নানদেও–এর হুজুর সাহিব গুরুদ্ধার থেকে পাঞ্জাবে ফিরেছিলেন ৫০০ পুন্যার্থী। সন্দেহ করে এদের করোনা পরীক্ষা করা হয়েছিল। এদের মধ্যে ১৬৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। গত বৃহস্পতিবার রিপোর্ট এসেছে ১৮৩ জনের। এদের মধ্যে ১৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।