মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সুপার ১২ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতে অপরাজিত রয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এই ম্যাচটি জিতলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার পৌঁছে যাবে সেমিফাইনালে।
অন্যদিকে, নামিবিয়া গত বুধবার স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করে নিয়েছে। পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় জয়ের লক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে নামিবিয়া।
এর আগে টানা তিনটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান আর সে কারণেই মনে করা হচ্ছে, পাকিস্তান বনাম নামিবিয়ার এই ম্যাচে খুব সহজ জয় পেতে পারে পাকিস্তান। আর এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান।