যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির অনেক নিয়মই মানেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন অভিযোগও উঠেছে। এমনকী যাদবপুরে র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া চিঠিও দিয়েছে ইউজিসি। এসবের মাঝেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা করল কলকাতা পুলিশ।
বুধবার কলকাতা পুলিশের ওই চার্জশিটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং এবং পকসো ধারাতেও অভিযোগ এনেছে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে পুরোপুরি বহিষ্কার করেছে।
পাশাপাশি হস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকেও হস্টেল ছাড়তে বলা হয়েছে। ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এমনকী সমস্ত বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। সেইসঙ্গে লিখিতভাবেও উত্তর জমা নেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রিপোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিক সুপারিশ করেছে কমিটি। এছাড়া যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কমিটির তরফে।