হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। এর মধ্যেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। হাঁসখালি এফআইআর-এ নির্যাতিতার বাবা এবং দাদার নাম রয়েছে জানালো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এহেন খবর পেয়ে হতবাক মৃতার মা।
হাঁসখালি এফআইআর-এ নির্যাতিতার বাবা এবং দাদার নাম রয়েছে জানালো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এহেন খবর পেয়ে হতবাক মৃতার মা।
যদিও এক পুলিশ কর্তার দাবি, মায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এফআইআর-এ ওই দুই জনের নাম রয়েছে।
পাশাপাশি কেন বাবা ও দাদার নাম এফআইআরে, সেই প্রশ্নও তোলেন তিনি। এ প্রসঙ্গে জেলা পুলিশের দাবি, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই তাঁর স্বামী ও ভাসুরপোর নাম রাখা হয়েছে এফআইআরে। জানা গিয়েছে, মৃতার মা জানিয়েছিলেন, তাঁর স্বামীর সামনেই পোড়ানো হয়েছিল মেয়ের দেহ। এছাড়াও আরও দুজন সেখানে ছিলেন, তাঁদের মধ্যে একজন ভাসুরপো। আইন অনুযায়ী, দেহ পোড়ানো মানে তা লোপাটের চেষ্টা। সেই কারণেই দেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে থাকায় নির্যাতিতার বাবা ও ভাসুরপোর নাম রয়েছে এফআইআরে। ঘটনাস্থলে থাকা সকলের নামই এফআইআরে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।