সামনে কালীপুজো। শেষবেলায় জোরকদমে চলছে পাড়ায় পাড়ায় পুজোপ্রস্তুতি। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল আলো ও আতস-বাজি। প্রতিবছর শহর কলকাতার নানা প্রান্তে বসে বৈধ বাজির বাজার। তারমধ্যে অন্যতম বিখ্যাত বাজিবাজার হল ময়দানের শহিদ মিনার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে গেলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা ।
সেখান থেকে রাজ্যবাসীকে পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে বসবে বাজির বাজার। আগেই নির্দেশিকা দিয়ে জানিয়েছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা।
পাশাপাশি ২১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সমস্ত স্টল তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল।বাজির শব্দমাত্রাও আগের থেকে বাড়িয়ে ৯০ ডেসিবেলের পরিবর্তে ১২৫ ডেসিবেল করে দেওয়া হয়েছে। ফলে প্রতিবারের তুলনায় এবার বাজির বিপদ আরও বাড়তে পারে বলে ধারণা। সুপ্রিম কোর্ট কালীপুজোর দিন রাতে ৮টা থেকে ১০টা—শুধু এই দু’ঘণ্টাই বাজি ফাটানোয় ছাড়পত্র দিয়েছে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে সন্ধ্যা থেকেই বাজি ফাটানো শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলতে পারে বলেও মনে করছেন অনেকে। পাশাপাশি চলছে নিষিদ্ধ বাজির বিক্রির রমরমাও। কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।