রাজ্যে নতুন করে ৮ টি থানা তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। নবনির্মিত থানা গুলির মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে।নবান্ন সূত্রে খবর, নতুন আটটি থানা হল- মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর, জেটিয়া, দক্ষিণেশ্বর, নাগেরবাজার ও কামারহাটি।
জানা গেছে, টিটাগড় থানা ভেঙে হবে মোহনপুর থানা। জগদ্দল থানার একাংশ নিয়ে হবে বাসুদেবপুর থানা। নৈহাটি থানার একাংশ নিয়ে হবে শিবদাসপুর থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে হবে হালিশহর থানা। বীজপুর থানা ভেঙে হবে জেটিয়া থানা। বেলঘরিয়া থানা ভেঙে হবে দক্ষিণেশ্বর ও কামারহাটি থানা। দমদম থানা ভেঙে হবে নাগের বাজার থানা। এজন্য খুব দ্রুত কাজ করা শুরু হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
অপরদিকে, দেশজুড়ে সাইবার অপরাধ বেড়েই চলেছে। শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু দেশের তাবড় নেতা, মন্ত্রীরা। ক্রমবর্ধমান সাইবার অপরাধে রাশ টানতে রাজ্য সরকার আরও নতুন পাঁচটি সাইবার থানা তৈরি করছে। প্রতিটি থানাকে ইতিমধ্যে নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্ত করা হয়েছে। রানাঘাট, কল্যাণী ইসলামপুর, বনগাঁ এবং চন্দননগরে এই থানাগুলো চালু করা হবে বলে নবান্ন থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে।
You must be logged in to post a comment.