আরজিকর আবহে পিছিয়ে গেল নবান্নের মেগা বৈঠক। আজ, ১২ তারিখ নবান্নে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং ডিরেক্টরদের নিয়ে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ওই বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের-ও উপস্থিত থাকার নির্দেশও দিয়েছিলেন তিনি। তবে সেই বৈঠক ১২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে না বলে জানা গিয়েছে।
বুধবার স্বাস্থ্যদপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ তারিখের বদলে বৈঠক হবে সামনের সপ্তাহে। বর্তমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই এই বৈঠক পিছিয়ে দেওয়া হল।