ব্রেকিং নিউজ রাজ্য

নবান্নকে টক্কর! সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল বোস

ফের নবান্নকে টেক্কা রাজ্যপাল বোসের! এবার বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দশমীতে ওই পুজো কমিটিকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। রাজভবনের দাবি, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না। বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বাংলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ‘বাঙালিয়ানা পুরস্কার’। সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা।

পাশাপাশি রাজভবনের তরফেও দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধনও করেছেন রাজ্যপাল। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্সকে ‘দুর্গা ভারত পরম সম্মান’। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান জানান রাজ্যপাল।