আরও অর্ধেক মাস বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়াল নবান্ন। ৩০ সেপ্টেম্বর রাজ্যে উপনির্বাচন ও নির্বাচন রয়েছে। তাই এই বিধিনিষেধ বলে মনে করা হচ্ছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধই থাকছে। যদিও ছাড় রয়েছে জরুরি পরিষেবায়। স্কুল–কলেজ–সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। আর চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনেরও।
বুধবার নবান্নের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরও ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উপরোক্ত বিধি ছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও যথাসম্ভব কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
আর এই বিধিনিষেধ না মানলে অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে কোনও ছাড় নেই। এছাড়া বাস–অটো–ট্যাক্সি পরিষেবা সচল থাকলেও পুজোর আগে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। আজ থেকে ফের বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।