প্রতি বছরই জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারিরা হাফ ডে ছুটি পান। যদিও ২০২১ সালে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন। তবে, এ বছর সরকারি কর্মীদের জামাই ষষ্ঠীর দিন ১২ জুন অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন।
এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুন, জামাই ষষ্ঠী উপলক্ষে দুপুর ২টো নাগাদ সমস্ত সরকারি, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস কাছারি ছুটি হয়ে যাবে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, আগেও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে এবারও অর্ধদিবস ছুটি ঘোষণা করা হবে বলে আশায় ছিলেন অনেকে। ভোট মিটতেই সেই ছুটির ঘোষণা করা হল। বজায় রাখা হল রীতি।