জেলা

গোটা পরিবারের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

আত্মহত্যা না খুন?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ আলিপুরদুয়ারে একই পরিবারে চারজনের রহস্যমৃত্যু হয়েছে। রেলে কাটা পড়ে মৃত্যু হয় গৃহকর্তার। বাকি তিন জনের দেহ উদ্ধার হয় স্থানীয় নদী থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছে গোটা পরিবার। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গৃহকর্তার মৃত্যুর খবর পাওয়ার পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাঁরা। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। গৃহকর্তার নাম পিঙ্কু পাল। তিনিই একমাত্র সংসারে আয় করতেন। ফলে তাঁর মৃত্যুর পর গোটা সংসার কী করে চলবে সেটা ভেবে উঠতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেয় পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার পেছনে অন্য কোনও আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
আলিপুরদুয়ার দু’‌নম্বর ব্লকের উত্তর চিকলিগুড়িতে হৈ চৈ পড়ে যায়। পিঙ্কুর বাড়িতে খবরটা দিতে গিয়ে অবাক হয়ে যান বাসিন্দারা। পিঙ্কু পালের স্ত্রী এবং দুই মেয়েরও কোনও খোঁজ মিলছিল না। শনিবার সকালে পিঙ্কুর স্ত্রী এবং দুই মেয়ের দেহ উদ্ধার হয় রায়ডাক নদীতে। আরও একটা তথ্য উঠে আসছে, সেটা হল– মানসিক অবসাদে গোটা পরিবারকে খুন করে আত্মহত্যা করেন পিঙ্কু পাল। কোনও তথ্যটি সঠিক তা খতিয়ে দেখছে পুলিশ।