স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বাংলা সফর চলাকালীন পরিত্যক্ত আবাসন থেকে বিজেপি কর্মীর গলায় ফাঁস লাগানো মৃত দেহ উদ্ধার হওয়ায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধের ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় ওই এলাকায় ৷ পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা ও ধাক্কাধাক্কি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের৷ ঘটনাস্থল থেকে তিনজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷
জানা গেছে, ক্রমশ তীব্র হচ্ছে প্রতিবাদ, ক্ষোভে ফুঁসছে গোটা কাশীপুর। পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ আর জটিল পরিস্থিতি। এমত পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানেই যাবেন অমিত শাহ। প্রসঙ্গত, এক বছর পর বঙ্গে এসেছেন শাহ।
উল্লেখ্য, আজ খাস কলকাতায় এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাশীপুরে। জানা গিয়েছে মৃত ওই যুবক নাম অর্জুন চৌরাসিয়া। তবে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি মৃত ওই যুবক তাদের দলের যুব মোর্চার কর্মী ছিলেন। শুক্রবার কাশীপুর রেল কোর্য়াটারের এক পরিত্যক্ত ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বিজেপি নেতা সজল ঘোষ ও কল্যান চৌবে। এরপরই পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করতে গেলে স্থানীয় বিজেপি কর্মীরাই তাদের বাধা দেয় বলে অভিযোগ ।যুবকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বিধায়ক অতীন ঘোষ।
অভিযোগ, ওই যুবক কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় তৃণমূলের পাল্টা দাবি গত পুর নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছে মৃত অর্জুন চৌরাসিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহের আশপাশ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি । খবর পেয়ে উত্তর কলকাতার ডিসি সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়। ফরেন্সিক টিমের বিশেষ সদস্যদের পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন।