টানা চার মাস ধরে গাড়ি পড়ে রয়েছে পার্কিং জোনে। গাড়ির কোনও দাবিদার নেই বলে খবর। গাড়ি নিয়ে কোনও রহস্য দানা বাঁধত না। কিন্তু এই গাড়ির নম্বর প্লেটের জায়গায় লেখা কোভিড–১৯। তাই ওই গাড়ি ঘিরে রহস্য দানা বাঁধছে। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দিনকয়েক আগে পার্কিং জোনের নিরাপত্তরক্ষীরা কভার সরিয়ে দেখেন সেই গাড়িতে কোভিড–৯ লেখা।
কোথায় দেখা গেল এই গাড়ি? জানা গিয়েছে, ফেব্রুয়ারি থেকেই নাকি সেই গাড়ি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিমানবন্দরের পার্কিং জোনে পড়ে রয়েছে। বিমানবন্দরের কর্মীদের গাড়ি যেখানে থাকে সেখানেই রয়েছে। স্টিভেন স্প্রে নামের বিমানবন্দরের এক কর্মী ওই গাড়ির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার পর সেই ছবি ভাইরাল হয়ে যায়। অনেকে মনে করছেন, গাড়িটি কোনও পাইলটের হতে পারে। তিনি হয়তো অন্য কোনও দেশে গিয়ে লকডাউনের জেরে আটকে গিয়েছেন। চার মাস ধরে ফিরতে পারেননি। কিন্তু পার্কিং জোনের দায়িত্বে থাকা লোকজনের কাছে তা নিয়ে কোনও তথ্য নেই।
কেমন দেখতে সেই গাড়ি? ছাই রংয়ের বিএমডব্লিউ গাড়িটি ফেব্রুয়ারি থেকে পড়ে রয়েছে। অস্ট্রেলিয়ায় করোনার প্রথম সংক্রমণ হয়েছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। এত দামি গাড়ি এভাবে ফেলে রাখার সাহস কোনও বিমান কর্মী দেখাবেন বলে মনে হয় না। ওই পার্কিং জোনে কেউ নিজের গাড়ি ৪৮ ঘন্টার বেশি রাখতে পারেন না। এই বিএমডব্লিউ গাড়ির লাইসেন্স ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে।