জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমারের উপকূল। সোমবার মায়ানমারের দক্ষিণ উপকূলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন অনুভূত হয় থাইল্যান্ডেও। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি, তবে থাইল্যান্ডে কেঁপে ওঠে অনেক বহুতল।
মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সকাল ৮.১০ মিনিট নাগাদ মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রায় ১৫২ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ৫.১ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ৮.৪০ মিনিটে ৬.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ব্যাঙ্কক এবং কাছাকাছি ননথাবুরি প্রদেশে কম্পন অনুভূত হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬।