শুক্রবার ইডি হেফাজত থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে যাওয়ার পথে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জানান তার শারীরিক অবস্থার অবনতির কথা।
আদালতের নির্দেশ মতোই স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুক্রবার সকাল ১১টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন ইডির আধিকারিকরা। আর গাড়িতে ওঠার সময় তিনি জানান, “আমার শরীরটা খুব খারাপ। আমার বাঁ হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।”
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর মধ্যরাতে রেশন দুর্নীতি অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার সময়েই আদালতকক্ষে মাথা ঘুরে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে শুরু হয় তাঁর স্বাস্থ্য পরীক্ষাও। যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা হয় তাঁর।