ভ্যাকসিন বের হওয়ার খবর জনগণের মধ্যে প্রচুর আশা জাগিয়ে তুলেছে। তবে একইসাথে ভয় এবং উদ্বেগের আরও একটি কারণ তৈরি করেছে করোনাভাইরাসের মিউট্যান্ট স্ট্রেন। যা ভ্যাকসিন আশার চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সর্বাধিক সাধারণ লক্ষণ ছাড়াও অন্যান্য ৭ টি লক্ষণ মিউট্যান্ট স্ট্রেনের সাথে যুক্ত রয়েছে।
“ভিইউআই ২০২০১২/০১” নামক করোনভাইরাসটির নতুন রূপটিতে “স্পাইক” প্রোটিনে একটি জেনেটিক রূপান্তর রয়েছে। যা মানুষের মধ্যে ভাইরাসটির তাৎক্ষণিক এবং সহজ সংক্রমণের কারণ হতে পারে। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে করোনাভাইরাসের যে রূপটি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ১৭ টি মিউটেশন রয়েছে। যা ভাইরাসের আকারকে প্রভাবিত করে এবং স্পাইক প্রোটিন সহ করোনভাইরাসের দ্রুত বিস্তার ঘটায়।করোনাভাইরাসের তিনটি সাধারণ লক্ষণ যেমন জ্বর, শুকনো কাশি, গন্ধ ও স্বাদ অনুভূতির হ্রাস। তবে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সাথে যুক্ত হয়েছে আরো ৭ টি লক্ষণ। লক্ষণগুলো হলো-
ক্লান্তি
ক্ষুধামান্দ্য
মাথা ব্যথা
ডায়রিয়া
মানসিক বিভ্রান্তি
পেশী ব্যথা