দেশ ব্রেকিং নিউজ

মন্দির রক্ষা করতে মুসলিমরা আদালতে

মন্দির ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে এক প্রোমোটার মাফিয়া৷ আর সেই মন্দিরকে রক্ষা করতেই আদালতের দ্বারস্থ হলেন দিল্লির জামিয়া নগরের মুসলিম বাসিন্দারা৷ তাঁদের আশঙ্কা, নুর নগরের ওই মন্দির ভেঙে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে৷ তাই মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

দিল্লি হাইকোর্টে করা আবেদনে অভিযোগ করা হয়েছে, বেআইনি ভাবে ওই মন্দিরটি গুড়িয়ে দিতে চাইছে ওই নির্মাণ ব্যবসায়ী৷ মন্দিরের জমি দখল করাই তার আসল উদ্দেশ্য৷ জামিয়া নগরের ২০৬ ওয়ার্ডের বাসিন্দারা দিল্লি হাইকোর্টে আবেদন করে জানিয়েছেন, ‘‌মন্দিরের ধর্মশালাটি এক রাতের মধ্যে তড়িঘড়ি ভেঙে ফেলে তার জমি সমান করে ফেলা হয়েছে৷ যাতে তা জমি মাফিয়া এবং নির্মাণ ব্যবসায়ীরা দখল করে নিতে পারে৷’

গত ২৪ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেব দিল্লি পুলিশকে মন্দিরের বেআইনি দখলদারি আটকাতে নির্দেশ দিয়েছেন৷ ওই অঞ্চলে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ নুর নগরের ওয়ার্ড কমিটির আবেদনকারীরা আদালতে আরও জানিয়েছেন, ওই মন্দিরটি ১৯৭০ সালে তৈরি করা হয়েছিল৷ ডিডিএ লেআউট প্ল্যানেও ওই মন্দিরের উল্লেখ রয়েছে৷

আবেদনে জানানো হয়, ১৯৭০ সালে তৈরি হওয়া ওই মন্দিরে এতদিন কোনও বাধ, বিঘ্ন ছাড়াই পুজো এবং কীর্তন আয়োজিত হয়েছে৷ মন্দিরে পুজোর জন্য সাত থেকে আটটি বিগ্রহ রয়েছে৷ সেগুলি এখন দুষ্কৃতীরা সরিয়ে ফেলছে৷ আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করতেই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী ওই মন্দির এবং তার ধর্মশালা ভেঙে ফেলছে৷ মন্দিরের জমিতে বহুতল তৈরি করে ফ্ল্যাট বিক্রি করার পরিকল্পনা করেই এই কাজ করা হচ্ছে৷