রাজ্য লিড নিউজ

মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৩

মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। জানা গিয়েছে, বোমা বাঁধার সময় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাগরপাড়ার খয়েরতলার। মৃতদের নাম সাকিরুল সরকার, মামন মোল্লা ও মুস্তাকিন সেখ। মৃতদের মধ্যে দু’জনের বাড়ি খয়েরতলা ও বাকি একজনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ।

সূত্রের খবর, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি, ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বোমা বাঁধার সময়ই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।