করোনার মধ্যেই বাংলাদেশে শুরু হতে চলেছে পুরসভার নির্বাচন। সোমবার থেকে চার দফায় হবে ভোটগ্রহণ পর্ব। ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট, তারপর ফলাফল। দেশের মোট ৩২৯টি পুরসভার মধ্যে সোমবার ২৪টিতে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইভিএমে ভোট দেবেন ভোটাররা। করোনা পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা ছাড়াও শান্তিপূর্ণ ভোটপর্বের জন্য বেশ কয়েকটি বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে।
জানা গিয়েছে, সোমবার বাংলাদেশের ২৪টি পুরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর পদের লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট ১০০০ প্রার্থী। এবারও মূল প্রতিদ্বন্দ্বী শাসকদল শেখ হাসিনার আওয়ামি লিগ এবং বিরোধী খালেদা জিয়ার বিএনপি। এছাড়া জাতীয় পার্টি, জাতীয় গণতন্ত্র পার্টির মতো দলগুলিও প্রার্থী দিয়েছে। ভোটের হাওয়া যদিও আওয়ামি লিগের দিকে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশের নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সবরকম প্রস্তুতি শেষ। যেসব জায়গা সোমবার ভোটগ্রহণ, সেখানকার পরিস্থিতিও শান্ত। ভোটকর্মীরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। এখনও পর্যন্ত কোনও সমস্যা বা অপ্রীতিকর ঘটনা নিয়ে কোনও অভিযোগ পাইনি আমরা। সব ভোট হবে ইভিএমে।