বসিরহাটের টাকি ইছামতি ঘাট থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু হল। যেহেতু নদী দূষণ রোধে এবার অধিক তৎপর পৌরসভা, তাই সকাল থেকে কাঠামো তোলায় ব্যস্ত পৌরকর্মীরা। বসিরহাট মহকুমার বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি, বারোয়ারি পুজো মন্ডপের প্রতিমা বিসর্জনের কাজ প্রায় শেষ। এই মুহূর্তে একদিকে নদীর চরিত্র ঠিক রাখা অন্যদিকে পরিবেশ দূষণ রক্ষা করতে ব্যস্ত প্রশাসন।
গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মত বসিরহাটের শ্মশান ঘাট, বোর্ড ঘাট, টাকির রাজ বাড়ির ঘাট, ঘোষ বাবুর ঘাট সহ ইছামতির বিভিন্ন ঘাটে যেখানে যেখানে প্রতিমা বিসর্জন হয়েছে, সেসব জায়গার কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌর কর্মীরা।
বাদুড়িয়া, বসিরহাট, টাকি, পৌরসভার পৌরকর্মীরা সকাল থেকে ইছামতি নদীর ঘাটগুলোতে পৌর কর্মী ও কাঠামো সংগ্রহ করার শ্রমিকরাও নেমে পড়েছে। একদিকে পরিবেশ দূষণ রক্ষা অন্যদিকে নিজেদের জীবন জীবিকার রুজির টানে তারা ফি বছর নদী থেকে কাঠামোগুলো তুলে আবার সেইগুলো বিক্রি করে মুনাফা অর্জন করে থাকেন।
বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র বলেন, “একদিকে ইছামতি নদীর দূষণ রুখতে, অন্যদিকে নদীর চরিত্র গতিপথ ঠিক রাখতে পৌরসভা তৎপর। বিভিন্ন ঘাটে পৌর কর্মীরা এই কাজ চালিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত কাঠামো তোলার কাজ শেষ হবে।”