পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই তিনি হাজিরা দিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন বেশ কিছু নথি নিয়ে ফের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন।
কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের ওই ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছিল। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারের পর মঙ্গলেও ইডি দফতরে হাজিরা দিয়েছেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এদিন সিজিও কমপ্লেক্সে আইএএস কর্তা পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ও।