দেশ লিড নিউজ

লড়াই শেষ মুম্বইয়ের নির্যাতিতার

হাসপাতালেই মৃত্যু হল মুম্বই ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার। আজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। গত শুক্রবার ভোররাতে মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে একটি ফোন আসে। জানানো হয়, সাকিনাকা এলাকায় রক্তাক্ত অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন। খবর দেওয়া কাছাকাছি টহলরত পুলিশ কর্মীদের। সেখানে গিয়ে দেখা যায়, ট্রাকের ভিতরে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন এক মহিলা।

তাঁকে উদ্ধার করে পাঠানো হয় রাজাওয়াড়ি হাসপাতালে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের শিকার হয়েছেন ৩৪ বছরের ওই মহিলা। নৃশংস অত্যাচার চালানো হয়েছে তাঁর উপর। যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রায় ৩৩ ঘণ্টা ধরে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নির্যাতিতা। চিকিৎসকরাও তাঁকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে হাসপাতালেই মারা যান তিনি।

এই ঘটনায় জড়িত সন্দেহে মোহন চৌহান নামের এক প্রৌঢ়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশের অনুমান এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। বিষয়টি জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুম্বইয়ের এই ভয়াবহ ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০১২ সালে নয়াদিল্লির নির্ভয়া কাণ্ডকে। রাজধানীতে হওয়া সেই ঘটনাতেও গণধর্ষণের পর নির্যাতিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। হাসপাতালে ১৩ দিন লড়াইয়ের পর মৃত্যু হয়েছিল তাঁর। সেই ভয়ানক স্মৃতিরই যেন পুনরাবৃত্তি ঘটল বাণিজ্যনগরীতে।