দেশ ব্রেকিং নিউজ

ভারী বৃষ্টিতে প্লাবিত মুম্বাই: বন্ধ স্কুল, ব্যাহত উড়ান পরিষেবা

একটানা ভারী বৃষ্টিপাতে জলের তলায় বাণিজ্য নগরী মুম্বাই। ভারী বর্ষণের জেরে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সেখানে স্কুল কলেজ বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা জলে তলিয়ে গেছে। অতি বৃষ্টির কারণে বেশ কিছু উড়ান বাতিলও করা হয়েছে।

বৃষ্টির জল জমে থাকার কারণে রাস্তায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এর ফলে শহরের বিভিন্ন জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অফিস মুম্বাই ও তার আশেপাশের এলাকার জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।