ফের যাত্রী ভোগান্তি। আগামী ১৮ নভেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত চরম দুর্ভোগে পড়তে চলেছেন হাওড়া-বর্ধমান শাখার ট্রেনযাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বারুইপাড়া এবং চন্দনপুর সেকশনে চতুর্থ লাইনের কাজ সম্পূর্ণ করার কাজ চলবে। যার জেরে আগামী ১০ দিন ধরে বাতিল থাকবে হাওড়া-বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন৷
জানা গিয়েছে,ওই ১০ দিন বারুইপাড়া এবং চন্দনপুর শাখায় লাইনের কাজের পাশাপাশি কাজ চলবে ট্রাফিক এবং পাওয়ার ব্লকেও। তাই হাওড়া শাখায় ১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে শিয়ালদহ-বর্ধমান-চন্দনপুর-মশাগ্রাম মিলিয়ে বাতিল হয়েছে মোট ১৩টি ট্রেন। আর বারুইপাড়া-গুড়াপ থেকে মোট ৪টি ট্রেন বাতিল করা হয়েছে।
তবে, শুধু লোকাল ট্রেনই নয়, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকেও ব্যান্ডেল দিয়ে ঘুরপথে চালানো হবে বলেই সূত্রের খবর। এই তালিকায় রয়েছে-
১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেস
১৫২৩৪ দারভাঙা-কলকাতা এক্সপ্রেস
১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস
১৫২৩৬ দারভাঙা-হাওড়া এক্সপ্রেস
অন্যদিকে ভাগলপুর-বাঁকা শাখায় ভাগলপুর এবং টিকানি স্টেশনের মাঝে ২১ নম্বর রেলসেতুতে কাজের জন্য শনিবার বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন।