এবার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মুলায়ম সিং যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাও বটে। পেটে ব্যথা নিয়ে তিনি লখনৌয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। গত পাঁচ দিনে তাঁকে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল। এর আগে তাঁকে ৬ মে ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
করোনা আবহে এমনিতেই জর্জরিত দেশ। তার মধ্যে এইমসে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমাজবাদী পার্টির মুখপত্র রাজেন্দ্র চৌধুরী জানান, গত বুধবার রুটিন চেকআপের জন্য মুলায়ম সিং যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এবারের ভর্তির কারণ সম্পূর্ণ ভিন্ন। পেটে ব্যথা এবং প্রস্রাব সংক্রান্ত বিষয়ে অসুবিধার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হল।
মুলায়ম সিং যাদবের ছোট ভাই শিবপাল সিং যাদব জানান, সমাজবাদী পার্টির নেতা ভাল আছেন। তিনি মানুষের কাছে মুলায়ম সিং যাদবের দীর্ঘায়ু প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। গত ২–৩ দিন অনেক শুভাকাঙ্খী মূলায়মের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও টুইট করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন।
