রাজ্য লিড নিউজ

অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ মুকুল রায়। বৃহস্পতিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ঠিকমত খাওয়া দাওয়া করছিলেন না। তাই শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়েছিল। পরিস্থিতি বুঝে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপরেই বাড়ি থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গত বছরের ফেব্রুয়ারী মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাথায় জল জমার কারণে তাকে সেসময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোগে ভুগছেন মুকুল। ডিমেনশিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই নেতা।