দেশ লিড নিউজ

সিবিআই চার্জশিটে মুকুলের নাম শীর্ষে

সিবিআই চার্জশিটের শিরোনাম, সিবিআই বনাম মুকুল রায়–সহ অন্যান্যরা। অথচ বিজেপিকে নেতাকে গ্রেপ্তার করা হয়নি। তৃণমূলের তিন বিধায়ক ও প্রাক্তন নেতার গ্রেপ্তারির পর প্রশ্ন ওঠে, একই অভিযোগে মুকুল ও শুভেন্দুকে কেন ছাড় দেওয়া হল? নারদকাণ্ডে কোনও অভিযুক্তকে রেয়াত করা হয়নি, তা স্পষ্ট হয়েছে সিবিআই চার্জশিটেই। মুকুল রায়দের বিরুদ্ধে তদন্ত চলছে বলে উল্লেখ রয়েছে তাতে। কিন্তু যেভাবে গ্রেপ্তার করা হল বাকিদের তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তখনই প্রশ্ন ওঠে, নারদকাণ্ডে অভিযুক্ত হলেও কী কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বদন্যতা পেলেন মুকুল ও শুভেন্দু! এই প্রশ্ন তুলতে শুরু করেন তৃণমূলের নেতা–কর্মীরা। সিবিআই চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে, বাকি অভিযুক্ত মুকুল রায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ইকবাল আহমদের বিরুদ্ধে তদন্ত জারি রয়েছে।
সিবিআই সূত্রে খবর, নারদ কাণ্ডের সময় মুকুল রায় ও শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করতে চেয়ে ২০১৯ সালে লোকসভার স্পিকারের কাছে অনুমোদন চায় সিবিআই। তাতে রয়েছে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার ও অপরূপা পোদ্দারের নামও। তবে এখনও পর্যন্ত অনুমোদন দেননি স্পিকার ওম বিড়লা। তবে আজ হাইকোর্টে এই গ্রেপ্তারি নিয়ে মামলা রয়েছে। তাই সবার চোখ সেদিকেই।