ব্রেকিং নিউজ রাজ্য

এসএসকেএম হাসপাতালে ভর্তি মুকুল রায়

এবার হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মুকুল রায়। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আজ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেডে ভর্তি হয়েছেন তিনি। তৃণমূল নেতার চিকিৎসায় তৈরি হয়েছে সাত সদস্যের মেডিক্য়াল বোর্ড।

জানা গিয়েছে, স্নায়ুর সমস্যা আগেও বেশ কয়েকবার তাঁর হয়েছিল। বৃহস্পতিবার একবার এসেছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার সকালেও হাসপাতালে আসেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন। সূত্রের খবর, শীঘ্রই তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড পরীক্ষা শুরু করবে। এরপর আরও স্পষ্ট ভাবে শারীরিক সমস্যাগুলো বোঝা যাবে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন মুকুল রায়। এরপর তৃণমূলে ফেরেন তিনি। সম্প্রতি নিজের স্ত্রীকেও হারিয়েছেন তিনি। এখন নানা সমস্যা দেখা দিয়েছে তাঁর।