রাজ্য লিড নিউজ

বিজেপিতেই আছেন মুকুল! মন্তব্য আইনজীবির

মুকুল রায় রয়েছেন বিজেপিতেই ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়ের আইনজীবি। মুকুল রায়ের আইনজীবীর দাবি, “মুকুল রায় বিজেপিতেই আছেন। তিনি তৃণমূলে যোগ দেননি।”

শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে এমনই মন্তব্য করলেন মুকুল রায়ের আইনজীবি। আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে বলেই দাবি করেছে বিজেপি। মুকুল রায় এর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের মামলার শুনানিতে আইনজীবীর সওয়াল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। এরপর তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করেন। ২০২০ সালে বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পান মুকুল। একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিশাল ভোটে জয়লাভ করেন মুকুল রায়। আবারো দলবদল! প্রায় সাড়ে ৩ বছর পর পুরনো দলে ফেরেন তিনি। সপুত্র মুকুল রায়কে স্বাগত জানান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে হাই কোর্টে মামলা করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তারপর সুপ্রিম কোর্টে ওঠে সেই মামলা।

শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। শুনানিতে মুকুল রায় না থাকলেও তাঁর আইনজীবীর অদ্ভুত দাবি, “বিজেপি ছেড়ে তৃণমূলে কোনওদিন যোগই দেননি মুকুল রায়।”