বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ভরসা করতে হল একাধিক সাংসদের ওপরেই। একুশের নির্বাচনের আগে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকায় সংসদ ভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে। তাঁদের মধ্যে রয়েছেন— বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, এবং নিশীথ প্রামাণিক। ইতিমধ্যেই ২৯১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার দিল্লি থেকে প্রকাশিত হয়েছে বিজেপির আংশিক প্রার্থী তালিকা। সেখানে চার সাংসদ ফের নামতে চলেছে বিধানসভার ভোটযুদ্ধে। যা কার্যত আগাম হার স্বীকার বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামাণিক প্রার্থী হয়েছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরের প্রার্থী করা হয়েছে। বাংলার মানুষের মন জয় করতে ব্যক্তি বিশেষে এই সাংসদদের ক্যারিশ্মাকেও কাজে লাগাতে চাইছে মোদী–শাহ জুটি। তাই ভেবেই প্রার্থী নির্বাচন।
টলিপাড়া থেকে সম্প্রতি অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। কেউবা জার্সি বদলও করেছেন। তাঁদের মধ্যে প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলায় দাঁড় করিয়েছে বিজেপি। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। বেহালা পূর্বে অর্থাৎ শোভনের এলাকায় প্রার্থী হয়েছেন পায়েল সরকার। ওই এলাকাতেই তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে, কসবায় প্রার্থী ইন্দ্রনীল খাঁ, শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী। এই কারণে বৈশাখীকে নিয়ে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
তৃণমূল–ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও প্রত্যাশা মতো বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই লড়েছেন রাজীব। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে। তবে রবীন্দ্রনাথকে প্রার্থী করায় ডামাডোল শুরু হয়ে গিয়েছে সিঙ্গুরে। প্রার্থী হতে চাইছেন না বলে জানিয়েছেন রন্তিদেব সেনগুপ্তও।