রবিবার রহড়া বাজার এলাকায় খড়দহ বিবেক মঞ্চের উদ্যোগে চাকুরী, লোন ও প্রশিক্ষণের শংসাপত্র প্রদানের একটি অনুষ্ঠানে উপস্থিত হন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। মঞ্চে তার একটি বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা সবসময় মানুষের হয়ে প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের নামে অনেকে কুৎসা করছে, আমি তাদের আগে বলেছি যে আপনারা কুৎসা বন্ধ করুন। যে দোষ করেছে, পাপ করেছে তার শাস্তি হবে, তার বিরুদ্ধে আমরা পার্টি থেকেও ব্যবস্থা নেব । কিন্তু কেউ যদি এই সাহস করে তৃণমূলের সবাইকে চোর বলার, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেব, তাকে উপযুক্ত শিক্ষাও দেবো।”
তিনি আরও বলেন, “আমরা চোর না হয়ে চোর বদনাম শুনতে পারবো না। আর আমরা মমতা ব্যানার্জির নামে কোন কুৎসা বা অপপ্রচার সহ্য করব না। নইলে গণতান্ত্রিক অধিকার সকলের আছে, যার যা বলার আছে বলবে, দুর্নীতি যদি কোথাও থাকে বলবে, কিছু ব্যবস্থা নেওয়ার হলে নেবে। কিন্তু এই যে আবহাওয়াটা একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে যে সবাই বোধহয় চুরি করছে, এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
অপরদিকে কামারহাটির তৃনমূল বিধায়ক মদন মিত্র বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে দুটো থাপ্পড় মারার নিদান দিয়েছেন। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।