দেশ ব্রেকিং নিউজ

জাতীয় সঙ্গীত ভুলে গেলেন সাংসদ!‌

বিতর্কিত বয়ান তিনি দিয়ে থাকেন। এবার মোরাদাবাদের সমাজবাদী পার্টি ডক্টর এসটি হসন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ভুলে যান৷ প্রথম লাইনের পর তিনি সরাসরি জয় হে–তে চলে যান৷ জাতীয় সঙ্গীত শেষ করে দেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ রবিবার সাংসদ এসটি হসন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গলশহিদ পার্কে পৌঁছে যান৷ সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ এরপরেই শুরু হয় জাতীয় সঙ্গীত৷

গানের প্রথম লাইনের পর তিনি বুঝতে পারেন তিনি আর গানটি গাইতে পারছেন না৷ তিনি আস্তে আস্তে জয় হে, জয় হে গাইতে শুরু করেন৷ বাকিরাও তাঁরই সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত জয় হে, জয় হে করে শেষ করে দেন৷ সাংসদের সঙ্গে ঘটনায় মজায় মেতেছেন নেটিজেনরা৷ সকলের প্রশ্ন একজন সাংসদ যিনি জনতার প্রতিনিধি তিনি কী করে জাতীয় সঙ্গীত ভুলে যান?‌
এই ঘটনা সামনে আসার পর সাফাই দিতে সোশ্যাল মিডিয়ায় আসরে নামেন এবং বলেন ভিডিও’‌র শেষে পুরো জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি৷ সাংসদ আরও জানান, স্বাধীনতার ৭৫তম বর্ষের উদযাপন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হয়েছিল৷ সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার আলাদা দল ছিল যাঁরা ভুল করছিল আর তিনি সেটা শুধরে দেন৷ তারপর পিছনে দাঁড়ানো মানুষরা গান শেষ করেন এবং তিনি সেখান থেকে চলে যান৷ এরপরেই নাকি সকলে রটিয়ে বেড়াচ্ছেন যে তিনি জাতীয়সঙ্গীত ভুলে গেছেন৷