রাষ্ট্রপতি ভবন সংলগ্ন সাত নম্বর, ডুপ্লেক্স বাংলো, নর্থ অ্যাভিনিউ। এই ঠিকানাটি প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে এখানে এসে উঠেছেন তিনি। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। কারণ ছাদ ফুটো হয়ে জল পড়ছে তাঁর বিছানায়। লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হয়েছেন তিনি। আগেও স্পিকারকে চিঠি লিখে প্রতিকার চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ আইনজীবী সংসদ। এবার ফের স্পিকারকে চিঠি লিখেছেন কল্যাণ। সরকারি তহবিল খরচ করে বিপুল অঙ্কের টাকা ব্যয়ে সাংসদদের জন্য এই বাংলা তৈরির পেছনে কোনও দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘সামান্য বৃষ্টিতেই ছাদ ফুটো হয়ে বিছানায় জল পড়ছে। আগেও একই ঘটনা ঘটেছে। শুধু আমার ফ্ল্যাটেই নয় পাশে দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটেও একইভাবে ছাদ ফুটো হয়ে জল পড়ার ঘটনা ঘটেছে বহুবার। বিষয়টি স্পিকারকে জানানো হয়েছে। কিন্তু কোন প্রতিকার হয়নি।’
জানা গিয়েছে, এই বাংলোর মতোই নর্থ এভিনিউতে ৩৬টি ডুপ্লেক্স বাংলো তৈরি করেছে সিপিডব্লিউডি। যার জন্য খরচ হয়েছে মোটা টাকা। দু’বছর আগে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে এই ফ্ল্যাটগুলির উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বছর না ঘুরতেই ফ্ল্যাটগুলির দুর্দশা সামনে আসতে শুরু করে। পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
You must be logged in to post a comment.