মেঘালয়ে বিধানসভা নির্বাচন সামনে। সেকারণেই এবার দু’দিনের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই শিলং পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় শিলংয়ে দলীয় কর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি। সেইসঙ্গে দলের একটি অফিসও উদ্বোধন করবেন তিনি।
সূত্রের খবর,বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘালয়ের গারো পাহাড় এলাকায় তুরাতে দলীয় কার্যালয়ের অফিস উদ্বোধন করবেন অভিষেক। শুক্রবার দুপুরে তুরার ল’কলেজের মাঠে একটি জনসভা করবেন তিনি। এদিনের এই জনসভায় অভিষেকের বড় চমকের অপেক্ষাতেই রয়েছে দল। একই সঙ্গে চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগেই মেঘালয়ে সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেসময়ই তিনি জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে সব ক’টি আসনেই লড়াইয়ের জন্যই প্রস্তুত হচ্ছে তৃণমূল। মেঘালয়, গুজরাট বা দিল্লির সামনে মাথা নীচু করবে না তারা। সেখানে মুকুল সাংমা সহ এলাকার বাসিন্দারা মেঘালয়কে শাসন করবে এবং প্রকৃত উন্নয়ন করবে। তাঁর দাবি, উত্তরপূর্ব ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে তৃণমূলই।
সূত্রের খবর, অভিষেকের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও এ ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।