আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্যে যোগ দিতে শোকার্ত মানুষের ঢল

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্যে যোগ দিতে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল ইরানের রাস্তায়। বুধবারই রাইসির শেষকৃত্য অনুষ্ঠিত হবে তেহরানে। জানা গিয়েছে,রাইসির প্রয়াণে মঙ্গলবার থেকেই পাঁচ দিনের শোকপর্ব শুরু হয়েছে ইরানে। আগামী শুক্রবার পর্যন্ত তা চলবে।

বুধবার ইরান সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের শেষকৃত্য অনুষ্ঠান চলবে তিন দিন ধরে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাঁর শেষকৃত্যে যোগ দিতে বৃহস্পতিবারই তেহরান আসছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এদিন সকালে প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে তাবরিজ়ের রাস্তায় উপস্থিত ছিলেন হাজার হাজার শোকার্ত মানুষ।

রাইসির প্রয়াণে মঙ্গলবার দেশজুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক। দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করার কথা ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী-সহ কিঅন্যান্য সরকারি আধিকারিকদের প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।