রাজ্য লিড নিউজ

কয়লা পাচার কাণ্ডে উদ্ধার টাকার পাহাড়

কয়লা পাচার কাণ্ডে দিনভর শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বালিগঞ্জের এক ব্যবসায়ীর অফিস থেকে প্রচুর টাকা উদ্ধার করল ইডি। একটানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ীকে। ইডি সূত্রে খবর, তাঁকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিল্লি থেকে ৩ সদস্যের একটি দল কলকাতায় আসে। তারাই একাধিক দলে ভাগ হয়ে এদিন শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। বালিগঞ্জের গড়চা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় তদন্তকারীরা। সেখান থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকা বিক্রম শিখারিয়ার মাধ্যমে সাদা করা হয়েছে। ইডি সূত্রে আরও খবর এই ব্যবসায়ীর সঙ্গে শাসক দলের দক্ষিণ কলকাতার এক নেতা ও তাঁর ভাইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আরও এক ব্যবসায়ী মনজিত্‍ সিং জিত্তার খোঁজ চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, গজরাজ গ্রুপের মালিক এই বিক্রম শিখারিয়া। মোট তিরিশটি কোম্পানি এই গ্রুপের অন্তর্গত। ইডির সন্দেহ, এই কোম্পানিগুলিতে কয়লাপাচারের টাকা ঘুর পথে এসেছে।

এই বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে যথাযথ উত্তর দিতে না পারার কারণেই তাঁকে গ্রেফতারও করা হয়। ইডির তদন্তকারীদের দাবি, কয়লা কাণ্ডে যে কালো টাকা বিভিন্ন জায়গায় পৌঁছেছিল সেই টাকাই গিয়েছিল এই ব্যবসায়ীর বাড়িতে বলে অনুমান।