কৃত্রিম অক্সিজেনে টান পড়ায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের মাত্র ৪৫০ মিটার আগে থেকেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। সালটা ২০১৯। তবে জেদটা ছিল। আর সেই জেদে ভর করেই প্রায় অসাধ্য সাধন করলেন চন্দননগর কাটাপুকুরের পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়া বিশ্বের সপ্তম সর্বোচ্চ শৃঙ্গ ধৌলাগিরি জয় করলেন তিনি। সেইসঙ্গে গড়লেন নয়া নজিরও। এই প্রথম কোনও ভারতীয় পর্বতারোহী কৃত্রিম অক্সিজেন না নিয়েই ছুঁলেন ধৌলাগিরি শৃঙ্গ (৮,১৬৭ মিটার)।
পর্বতারোহন আয়োজক সংস্থা নেপালের পাইয়োনিয়ার অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তারা জানিয়েছে, শুক্রবার সকালে এই মরশুমের প্রথম দল হিসেবে ধৌলাগিরি শৃঙ্গ ছুঁয়েছেন সাতজন অভিযাত্রী। সেই দলেরই একজন মহিলা সদস্য হিসেবে ধৌলাগিরি শৃঙ্গে পৌঁছেছেন পিয়ালি। ৮০০০ মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ এর আগেও অনেকে জয় করেছেন। তবে এক্ষেত্রে বিশেষত্ব হল, কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়া ভারতীয় হিসেবে পিয়ালিই প্রথম এই শৃঙ্গ জয়ের মাধ্যমে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন। শুধু তাই নয়, নারী-পুরুষ নির্বিশেষে তিনিই প্রথম বাঙালি, যাঁর ঝুলিতে এল এই সম্মান।
আগে রাজ্য থেকে একাধিক পর্বতারোহী ধৌলাগিরি অভিযানে গিয়েছেন। বাঙালি হিসেবে প্রথম দেবাশিস বিশ্বাস, বসন্ত সিংহরায় এবং মলয় মুখোপাধ্যায় একসঙ্গে ধৌলাগিরির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ভয়াবহ তুষারঝড়ে তাঁরা শেষপর্যন্ত লক্ষ্যপূরণ করতে পারেননি। গুরুতর অসুস্থ অবস্থায় দেবাশিস বিশ্বাস এবং বসন্ত সিংহরায়কে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে দেবাশিসবাবু ফের ধৌলাগিরি অভিযানে গিয়ে সফল হন।
পিয়ালিদেবী দীর্ঘদিন ধরেই পর্বতারোহণের সঙ্গে যুক্ত। ২০১৮ সালে তিনি মানাসলু শৃঙ্গ (৮,১৬৩ মিটার) জয় করেন। ২০১৯-এ অল্পের জন্য এভারেস্ট জয় হাতছাড়া হয়। পিয়ালিদেবীর বোন তমালি বসাক জানান, ছোটবেলায় উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েই পাহাড়ের প্রেমে পড়েন দিদি।