জেলা লিড নিউজ

মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: মৃত ডিআইবি অফিসার

বসিরহাট ও বনগাঁ রোডের মগরা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ডিআইবি অফিসারের। বসিরহাটের বাদুড়িয়া থানার মগরা ব্রিজে আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বছর ৪৫ -এর ওই পুলিশ আধিকারিক সুব্রত হালদারের বাড়ি অশোক নগর। তিনি বাড়ি থেকে মোটরবাইকে করে বাদুড়িয়া থানায় ডিউটিতে আসছিলেন। সেই সময় উল্টো দিক থেকে সবজি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান সজোরে ধাক্কা মারলে তিনি বাইক সহ ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে বাদুড়িয়া থানায়।

ইতিমধ্যে ঘাতক ইঞ্জিনভ্যান ও চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ইঞ্জিন ভ্যানের গতিবেগ অনেক বেশি থাকায় পাশাপাশি সজোরে ধাক্কা মারার কারণে এই মৃত্যু হয়েছে।