দেশ ব্রেকিং নিউজ

Motivational Story: সাফাই কর্মী থেকে অফিসার! অক্লান্ত পরিশ্রমে নিজ ভাগ্য বদলালেন প্রতীক্ষা

কথায় বলে যারা চেষ্টা করে তাদের কোনদিনও হার হয়না। এমনি এক হার না মানা প্রচেষ্টার নজির দেখা গিয়েছে মহারাষ্ট্রে। অক্লান্ত পরিশ্রম করে এক রমনি সাফাই কর্মী থেকে হলেন অফিসার। তাঁর এই হার না মানার গল্পে অনুপ্রাণিত গোটা ভারতবাসী।

মাত্র ১৭ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রতীক্ষা টন্ডওয়ালকার। মহারাষ্ট্রের পুনের বাসিন্দা তিনি। বিয়ের ৩বছরের মাথায় স্বামী মারা যান। স্বামী ছিলেন পেশায় একজন ব্যাঙ্ক কর্মী। স্বামী মারা যাওয়ার পর ছোট্ট সন্তান কে নিয়ে অভাবের তাড়নায় ওই ব্যাঙ্কে, ঝাড়ুদারের কাজে যোগ দেন তিনি। তবে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কাজের পাশাপাশি নিজের সংসার ও সন্তানকে সামলে, বহু কষ্টে পরাশুনা করতে শুরু করেন তিনি। একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর পাস করেন। তারপর ওই ব্যাঙ্কে পান ক্লার্কের কাজ। অবশেষে বহু প্রতিক্ষার ফলস্বরূপ ২০০৪ ট্রেনি অফিসার পদে চাকরি পান এবং ঠিক তার কিছুদিন পরে, ওই স্টেট ব্যাংকেই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হন তিনি।

তার এই সাফল্য অত্যন্ত আনন্দের। সূত্রের খবর, দরিদ্রদের বিনামূল্যে শিক্ষাদান করবেন বলেই জানিয়েছেন তিনি। তাঁর এই হার না মানার গল্পে অনুপ্রাণিত হবে গোটা তরুণ প্রজন্ম।