জেলা ব্রেকিং নিউজ

ছেলের হাতে খুন মা

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অশোকনগর। ছেলের হাতে খুন হল মা। যে মা জন্ম দিল সেই মাকেই ছেলে হাতে বেঘোরে প্রাণ দিতে হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পাপদারা ঘোষপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কল্পনা ঘোষ,তার পরিবারে রয়েছে দুই ছেলে এবং স্বামী। কল্পনা ঘোষের ছোট ছেলে সম্রাট ঘোষের দাবি, তার মাকে কুপিয়ে খুন করেছে তারই নিজের দাদা সৌমেন ঘোষ। ছোট ছেলে সম্রাট ঘোষের আরও দাবি, দীর্ঘদিন ধরে মায়ের সাথে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল দাদার । সেই কারণেই আজ দুপুরে মাকে কুপিয়ে খুন করে দাদা সৌমেন ঘোষ। সেই সময় তার বাবা ঘরে থাকলেও দাদাকে আটকায় নি বলে অভিযোগ ছোট ছেলের।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই মহিলাকে নিয়ে আসা হয় অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে এবং ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে বড় ছেলে সৌমেন ঘোষকে। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী।