প্রায় মাস খানেক আগেই মর্তে আগমন দশভুজার। তবে মন্ডপে না গিয়ে সপরিবারে হাজির রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তিকাকরণ কেন্দ্রে। ভাবতে অবাক লাগলেও, সোমবার দুপুরে এমনই দৃশ্য দেখে হতবাক করোনার টিকা নিতে আসা মানুষজন। পাশাপাশি ওই টিকাকরণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাও অবাক। টিকা নিতে আসা দুর্গা নিজেই জানালেন করোনার টিকা না নিলে এবার মন্ডপে ঢুকতে দেওয়া হবে না, সবাইকে নিয়ে তাই টিকাকরণ কেন্দ্রে এসেছেন তিনি। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি।
আসন্ন শারদ উৎসবে লোকশিল্পীদের মধ্যে সংক্রমণ রোধে রাজ্যে প্রথম জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্দ্যোগে লোক প্রসার প্রকল্পের অধীনে লোকশিল্পীদের জন্য আলাদা টিকাকরণের ব্যবস্থা করা হল উত্তর দিনাজপুর জেলায়। দৈনিক টিকার লাইনে বিশৃঙ্খলার ঘটনার বাইরে, এদিন অন্য ধরনের ঘটনা প্রত্যক্ষ করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজে আসা মানুষজন।
ছোটদের টিকাকরণ এখনও শুরু হয়নি। তাই চার সন্তানদের না এনে বাহন সিংহে সওয়ার হয়ে বৃদ্ধ স্বামী (শিব), অসুরকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ মেডিকেলে টিকা নিতে হাজির হয়েছেন মা দুর্গা।
মুলত, পুজোর মরশুমে লোকশিল্পীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় বা তাদের থেকে যাতে অন্যকেউ সংক্রামিত না হয়, সেদিকে লক্ষ রেখেই জেলা তথ্য-সংস্কৃতি দফতরের প্রয়াসে সোমবার রায়গঞ্জ মেডিকেলে একটি বিশেষ টিকাকরণ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সেখানেই দুর্গা, শিব, অসুর, সিংহ সেজে হাজির হন কালিয়াগঞ্জের একটি মুখোশ নাচের দল।
রায়গঞ্জ শহরে এসে হাসপাতাল রোড দিয়ে সুসজ্জিত ঢাক বাদ্য সহযোগে সেখানে আসেন তারা। ঢাকের বোলে মুখরিত হয়ে ওঠে গোটা মেডিকেল কলেজ চত্ত্বর।
লাইনে দাড়িয়ে থাকা অন্যান্য টিকা প্রাপক ও হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা রোগী ও তাঁদের আত্মীয়স্বজন ক্ষনিকের জন্য উৎফুল্ল হয়ে ওঠেন। টিকা নিতে এসে যে এমন আনন্দদায়ক দৃশ্য চোখে পড়বে তা ছিল তাদের কল্পনার অতীত। লোকশিল্পীরা জানিয়েছেন, টিকা না নিলে তাঁরা করোনার হাত থেকে সুরক্ষিত নন। তাই পুজোর মরশুমে এই বিশেষ শিবিরে ভ্যাকসিন নিতে পেরে ভালো লাগছে।
পাশাপাশি পুজোর মধ্যে অনেক লোকশিল্পীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক পান। সেক্ষেত্রে সংক্রমণ রোধে তাদেরও টিকা দেওয়া প্রয়োজন। কিন্তু সাধারনের ভিড়ে অনেক লোকশিল্পীরাই যা নিতে পারেননি। আর সে সমস্ত লোকশিল্পীদের জন্যেই উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যা রাজ্যে প্রথম বলে জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস।