জেলা ব্রেকিং নিউজ

মেয়ের সম্মান বাঁচাতে খুন মা!‌

আনলক–১ শুরু হতেই আবার বেড়ে গিয়েছে ধর্ষণ, খুন, শ্লীলতাহানির মতো অপরাধ। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। এবার বাগনানে ঘটল অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হাওড়ার বাগনানে কলেজ পড়ুয়া মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন মা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে বাগনানের গোপালপুরে। শ্লীলতাহানি এবং খুনের ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এই ঘটনায় কুশ বেরা নামে একজনকে গ্রেপ্তার করেছে বাগনান থানার পুলিশ।
মহিলাকে দুই দুষ্কৃতী সিঁড়ি থেকে ফেলে দেয় বলে অভিযোগ। শুরুতে পালিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের দাবি। এই ঘটনায় শাসকদলের যুক্ত থাকার অভিযোগ তুলে আসরে নেমেছে বিজেপি। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি বিক্ষোভ, পথ অবরোধও করে। ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে ফোনে খেলছিলেন নির্যাতিতা কলেজ পড়ুয়া। অভিযোগ, তখন ছাদে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতী ওই কলেজ পড়ুয়ার উপর চড়াও হয়। মুখ চেপে ধরে তার শ্লীলতাহানির চেষ্টা করে। ওখান দিয়ে শৌচালয়ে যাচ্ছিলেন ওই কলেজ পড়ুয়ার মা। মেয়ের গোঙানির আওয়াজ শুনে বাঁচাতে ছুটে আসেন তিনি। তখন মায়ের উপরও হামলা করে দুষ্কৃতীরা। ধাক্কা মেরে মাকে ছাদ থেকে ফেলে দেয়। মাথায় গুরুতর চোট পান ওই কলেজ পড়ুয়ার মা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয় সেখানে।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি বুঝেই ঘটনাস্থল থেকে পালায় দুই অভিযুক্ত। যাওয়ার আগে হুমকি দিয়ে যায়। এরপরই এলাকায় ক্ষোভে ফুঁসতে থাকেন সকলে। ঘটনার পরপরই তদন্তে নামে বাগনান থানার পুলিশ। পালিয়ে গেলেও বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে। নির্যাতিতা কলেজ পড়ুয়ার দাবি, অভিযুক্তদের একজন এলাকায় তৃণমূলের নেতা এবং অপরজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। দু’‌জনের মধ্যে একজনের স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। ঘটনার সময় অভিযুক্ত কুশ বেরাকে চিনতে পেরে যান নির্যাতিতা পড়ুয়া।