দেশ লিড নিউজ

দেশে একদিনে চার হাজারের বেশি মৃত্যু

নয়াদিল্লি,করোনায় (Coronavirus)বেসামাল দেশ(India)৷ সামাল
দিতে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় সরকার৷দেশে একদিনে চার হাজারের বেশি মৃত্যু হয়েছে৷

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।এখনও পর্যন্ত দেশে করোনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন।দেশে একদিনে মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের৷তারফলে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। মৃত্যু হার ১.১০ শতাংশ৷

তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেক বেশি।মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন।সুস্থতার হার বেড়ে ৮৫.৬০ শতাংশ৷

গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ৬৩ হাজার ২৩২ জন কমে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়াল ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জনে। দেশে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জন।একদিনে টিকা পেয়েছেন ১৫,১০,৪১৮ জন।