আন্তর্জাতিক লিড নিউজ

রাতভর ইজরায়েলি বিমান হামলায় নিহত ৭০০ প্যালেস্তাইন বাসিন্দা

প্যালেস্তাইনের ওপরে প্রত্যাঘাত হেনেই চলেছে ইজরায়েল। হামাসের জঙ্গি হানার পাল্টা হিসেবে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে প্রতিদিন শয়ে-শয়ে প্যালেস্টাইনের মানুষকে ইজরায়েলি লক্ষ্যের কেন্দ্র হয়ে উঠতে হচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর, এবার ইজরায়েলি বিমান হামলায় রাতারাতি ৭০০জনেরও বেশি প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইজরায়েলের বিগত দুই সপ্তাহের মধ্যে ইজরায়েলের ‘সম্পূর্ণ অবরোধে’ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, তারা ৪০০ টিরও বেশি হামাস লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং রাতারাতি তার কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে, তবে গাজার ক্ষমতাসীন ইসলামপন্থী গোষ্ঠীকে ধ্বংস করতে সময় লাগবে, যাদের ৭ অক্টোবরে মারাত্মক আন্তঃসীমান্ত আক্রমণ ইজরায়েলকে বাকরুদ্ধ করেছিল।

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করার পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইজরায়েলকে সমর্থন দেওয়ার জন্য উড়ে এসেছিলেন। শুধু তাই নয় বেশ কিছু দেশ, ইজরায়েলকে নিঃশর্ত সমর্থন করছে।